বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা

  বাংলাদেশে করোনাভাইরাস
  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে শুক্রবার (২০ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা করা হয়।

বুধবার (১৮ মার্চ) সাফারি পার্ক কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান।

তিনি বলেন, ১৭ মার্চ (মঙ্গলবার) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপল‌ক্ষে বিনা মূল্যে প্রবেশ করেছেন দর্শনার্থীরা। ফলে ৩০ হাজারের বেশি দর্শনার্থী এই দিন পার্কে প্রবেশ করেন। বুধবারও একই অবস্থায় দেখা গেছে।

স্কুল, কলেজ বন্ধ থাকায় দর্শনার্থী সংখ্যা বাড়ছে ফলে করোনা ছড়ানোর শঙ্কায় পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।