প্রয়োজনে চীনের মতো বিশেষ হাসপাতাল: অর্থমন্ত্রী

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমার মনে হয় করোনাভাইরাস মোকাবিলায় চীনের মতো বিশেষ হাসপাতাল তৈরির প্রয়োজন হলে প্রধানমন্ত্রী অর্থায়ন করতে না করবেন না।

বুধবার (১৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ে সারা বিশ্ব বিপদে আছে। ইতোমধ্যে আমাদের দেশে এসে গেছে। সংখ্যায় কম হলেও এসেছে, এটা আমাদের স্বীকার করতে হবে। যাতে করে এর সংখ্যা কম রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, কী করলে দেশ ও জাতিকে মুক্ত রাখা যাবে, সে লক্ষ্যে কাজ করছে সরকার। আর এই কাজটি করার দায়িত্ব আমাদের সকলের। এটা শুধু স্বাস্থ্য বা অর্থ মন্ত্রণালয়ের কাজ না। আমি মনে করি এটা সকলের কাজ।

অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি কোন যন্ত্রাংশ কিনতে লাগে, আনুষঙ্গিক সাপোর্ট বাড়াতে হয় আমাদের জানালে আমরা যথাসম্ভব সহায়তা করবো। সকলভাবে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাহায্য করবো অর্থায়ন করে।

আইএমএফ করোনা মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা করেছে। আমাদেরকেও কিছু টাকা দেবে। এডিবিও টাকা দেবে। করোনাভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক মহল থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা পাই, তা আপনাদেরকে জানাবো।