রংপুরে আতশবাজি থেকে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, ছবি: বার্তা২৪.কম

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, ছবি: বার্তা২৪.কম

রংপুরে আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টা দিকে নগরীর বেতপট্টি রোডে কাঁচ বিতানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আশপাশের অন্তত পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উত্তর পাশের একটি ভবনে আতশবাজি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রংপুরসহ আশপাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি ফায়ার সার্ভিস কর্মীরা।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে রাতে রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মুজিব বর্ষ পালন উপলক্ষে আতশবাজি ফোটাতে গিয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পার্শ্ববর্তী কাঁচ বণিকে আগুন ধরে। ওই দোকানে কাঁচ ও ককশিট থাকায় আগুন দাউদাউ করে জ্বলতে থাকে।

এ ব্যাপারে রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম জানান, কাঁচ বণিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও আশপাশে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।