রূপনগর বস্তির নেতাদের লিস্ট করা হবে: ইলিয়াস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংসদ সদস্য ইলিয়াস মোল্লা

সংসদ সদস্য ইলিয়াস মোল্লা

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে আগুন লাগার ঘটনায় এর মালিকসহ কথিত নেতাদের লিস্ট করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা।

বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর প্রায় পৌনে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বস্তির প্রায় ১০ হাজার ঘরে ৪০ হাজার রুম ছিল। অধিকাংশ ঘরই আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। বস্তিতে একেক নেতার ২০টা ৪০টা করে ঘর আছে। এই নেতারা কারা, তাদের লিস্ট করা হবে।

স্থানীয় এই সংসদ সদস্য বলেন, ক্ষতিগ্রস্থ বস্তিবাসীদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সেল্টার সেন্টার তৈরি করে তাদের থাকার ব্যবস্থা করা হবে। এজন্য যতগুলো সেল্টার সেন্টার দরকার তা স্থাপন করা হবে। আজ দুপুরের খাবার থেকে যতবেলা খাবার দরকার সব সরবরাহ করা হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন: চোখের পলকে পুড়ে যাচ্ছে ঘরের পর ঘর

রূপনগর বস্তিতে আগুন, ফায়ার সার্ভিস নিরুপায়

মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন