নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিশেষ উদ্যোগ নেয়া হবে: মেয়র আতিক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে মেয়র আতিক

নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে মেয়র আতিক

নারীর জন্য সমান সুযোগ ও নারীবান্ধব কর্মক্ষেত্র নিশ্চিতে সরকারের নির্দেশনা মোতাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশন আন্তরিকভাবে কাজ করে চলেছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শক্তি ফাউন্ডেশন এর আয়োজনে নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বিজ্ঞাপন

‘আই ডেয়ার্ড টু ড্রিম’ শিরোনামের ব্যতিক্রমী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, শক্তি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক হুমাইরা ইসলাম, পিএইচডি এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অফ প্রোগ্রাম ইমরান আহমেদ, হেড অফ ডিএফআইডি বাংলাদেশ জুবিথ হার্বাটসন, এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ফারজানা খান, এসবিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও সোনিয়া বশির কবীর।

অনুষ্ঠানে ‘চ্যালেঞ্জেস ইন পারসুয়িং আওয়ার ড্রিম: দ্য ওয়ে ফরোয়ার্ড’ প্রতিপাদ্য বিষয়ের ওপর একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চারজন সফল নারী তাদের সংগ্রাম এবং সাফল্যের গল্প তুলে ধরেন।