সাভার পৌর মেয়রের বাসা লুট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাভার পৌর মেয়রের বাসা লুট

সাভার পৌর মেয়রের বাসা লুট

সাভার পৌর মেয়রের বাসা থেকে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (৯ মার্চ) গভীর রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকার মেয়র আব্দুল গনির নিজ বাসায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় দুই লাখ টাকা ও ১৫ থেকে ২০ ভরি স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা।

মেয়রের বরাত দিয়ে পুলিশ জানায়, মেয়রের চারতলা বাড়ির ২য় তলার একটি কক্ষে রাত যাপন করেন মেয়র। গতরাতে সেখানে না ঘুমিয়ে বাড়ির অন্য একটি কক্ষে ঘুমাতে যান। সেই কক্ষে হানা দিয়ে প্রায় দুই লাখ টাকা ও ১৫ থেকে ২০ ভরি স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা। পরে চারতলায় অন্য একটি রুমে গিয়ে নগদ আরও কিছু টাকা তারা নিয়ে যায়।

এদিকে দুর্বৃত্তরা মালামাল লুট করার পাশাপাশি মেয়রের ওপর হামলার পরিকল্পনা করে তার শয়ন কক্ষে হানা দেয় বলে দাবিও করেন মেয়র আব্দুল গনি।

পৌর মেয়র আব্দুল গনি জানান, আমার বাসায় লাইন্সেসকৃত ৪ টি বন্দুক রয়েছে। চোর আসলেও, তারা কিন্তু সেই বাড়ির খোঁজ-খবর নিয়ে চুরি করে। এটা মুলত চুরির উদ্দেশ্যে আসেনি। আমাকে পরিকল্পিত হামলা করতে এসেছিল বলে আমার মনে হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফ সায়েদ জানান, মেয়রের বাসায় চুরির ঘটানার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।