দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সচল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সচল

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সচল

ময়মনসিংহের গফরগাঁওয়ে হাওড় এক্সপ্রেস ট্রেনের  ইঞ্জিন বিকল হওয়ার দুই ঘণ্টা পর ঢাকা -ময়মনসিংহ রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। বিকল্প ইঞ্জিনে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গফরগাঁও  রেলওয়ে  স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিজ্ঞাপন

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় জানান, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটারের বৃষ্টি বেকারি  এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা -ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ  হয়ে যায়। পরে  পৌনে দুইটার দিকে ট্রেনটিকে ব্যাক করে স্টেশনের ২ নাম্বার লাইনে  নিয়ে আসা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় আর ও বলেন  ময়মনসিংহ থেকে  রিলিফ ইঞ্জিনে পৌনে তিনটার দিকে ট্রেনটি ঢাকা উদ্দেশে ছেড়ে যায়।

উল্লেখ গতকাল বৃহস্পতিবার দুপুরেও ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ও ইঞ্চিন বিকলের ঘটনা ঘটে। বার বার এই রুটে ট্রেনের ইঞ্জিন বিকল ও বগি লাইনচ্যুতের ঘটনা যাত্রীরা ক্ষোভ জানান।