জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শাহাবুদ্দিন আহমেদকে জাপানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

শাহাবুদ্দিন বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের সদস্যও ছিলেন।

শাহাবুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভলপমেন্ট ফিনান্সে এমএস ডিগ্রিও শেষ করেছেন।