নারী ক্ষমতায়নে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত: স্পিকার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নারী দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

নারী দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমগ্র বিশ্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘নারী উন্নয়নে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রত্যন্ত এলাকার মেয়েরাও এখন শিক্ষা ক্ষেত্রে এগিয়ে এসেছে, উচ্চ শিক্ষাও গ্রহণ করছে। বিভিন্ন ক্ষেত্রে নারীর সক্ষমতা তৈরিতে এগিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সুযোগ-সুবিধা তৈরি করেছেন সে কারণে নারীরা আজ তাদের সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই আজ বিশ্বে নারী ক্ষমতায়নে বাংলাদেশ এক উজ্জ্বল দৃষ্টান্ত।

স্পিকার বলেন, ২০২০ সাল একটি তাৎপর্যপূর্ণ বছর। এই বছরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছি আমরা। নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত ’৭২ এর সংবিধানের সংরক্ষিত নারী আসন। বিশ্বের অনেক দেশেই সংসদে নারীদের সংরক্ষিত আসন নেই। বাংলাদেশের সংসদে এখন মোট আমরা ৭২ জন নারী সদস্য সংসদে আছেন। বঙ্গবন্ধুকে ধন্যবাদ জানাই সংবিধানে নারী সদস্যদের সরাসরি সংসদে অংশগ্রহণ করার আইন প্রণয়নের জন্য।

শিরীন শারমিক চৌধুরী আরো বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া একটা দেশ কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। যদি কোন দেশ, জাতি উন্নতি করতে চায় তাহলে নারী-পুরুষের একসাথে এগিয়ে যাওয়া ছাড়া সম্ভব নয়।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন— জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবি হেলাল হাফিজ, প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, কবি ও সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ।