মালয়েশিয়ায় ভূমি ধ্বসে ২ বাংলাদেশির মৃত্যু

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ভূমি ধসে বাংলাদেশির মৃত্যু

ভূমি ধসে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার কুয়ানতানে একটি আবাসিক প্রকল্পের নির্মাণ সাইটে ভূমিধ্বসে দুইজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (মার্চ ৫) কুয়ানতানের তেমেরলোহতে মেনতাকাব সাইটে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত দুই বাংলাদেশি হচ্ছেন- মোহাম্মদ শরীফুল (৪৩) এবং জুলহাস রহমান (২৭)।

তেমেরলোহ পুলিশের সহকারী প্রধান কমিশনার মোহা. উস্রী ওথম্যান বলেন, বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে তিনজন শ্রমিক সোয়ারেজ পাইপ স্থাপনের কাজ করছিলেন। তিনজনই মাটির ৬ মিটার নিচে কাজ করছিলেন। এসময় মাটির ওপরে দুটি ভারী মেশিন চলছিল।

তিনি বলেন, কাজ করার সময় উপরে জমিয়ে রাখা মাটির স্তূপ দুইজন শ্রমিকের উপর ভেঙ্গে পড়ে। এতে দুইজনই চাপা পড়েন মাটির নিচে। এই সময় একজন শ্রমিক কৌশলে বের হতে সক্ষম হন। বাকি দুইজন আটকে যান।

উস্রী বলেন, ফায়ার সার্ভিস এবং উদ্ধার বিভাগের কর্মীরা শরীফুলকে ৪টা ৪৫ মিনিটে এবং জুলহাসকে ৫টার দিকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তাদের মৃত্যু হয়।