আনসাং উইমেন ন্যাশনাল বিল্ডার্স পুরস্কার পেলেন ৯ নারী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুই বীরাঙ্গনাকে পুরস্কার দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, ছবি: বার্তা২৪.কম

দুই বীরাঙ্গনাকে পুরস্কার দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, ছবি: বার্তা২৪.কম

নারীদেরকে সমাজ গঠনে অসামান্য অবদানের জন্য দুইজন মুক্তিযোদ্ধাসহ (বীরাঙ্গনা) ৯জন নারীকে আনসাং উইমেন ন্যাশনাল বিল্ডার্স পুরস্কার প্রদান করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন তাদের হাতে পুরস্কার তুলে দেন। দ্য ডেইলি স্টার এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে নয় জন উজ্জ্বল নক্ষত্রকে দেখে মনে হচ্ছে, আমরা যা করেছি তা যথেষ্ট নয়। আমাদের আরও অনেক কিছু করার আছে। আজ এমন একটি অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে করছি।’

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘নির্যাতনের শিকার হয়েও বীরাঙ্গনা দুজন নারী তাদের মনোবল হারাননি। তা সত্যি প্রশংসনীয়। আজ এসব নারীদের দেখে নিজেকে অতি ক্ষুদ্র মনে হয়। আজকে এসব নারীদের সম্মানিত করতে পেরে আমরা নিজেরাও সম্মানিত হয়েছি।’

অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, আত্মনির্ভশীলতা, সাহসিকতা এবং উদ্যোক্তা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিজয়ী প্রত্যেক নারীকে ২ লাখ টাকার চেক এবং ক্রেস্ট প্রদান করা‌ হয়। এ সময় পুরস্কারপ্রাপ্ত নারীরা মঞ্চে তাদের কষ্টের কথা তুলে ধরে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

পুরস্কারপ্রাপ্ত নয় নারী

পুরস্কার প্রাপ্তরা হলেন- ঠাকুরগাঁওয়ের মুক্তি যুদ্ধের অকুতোভয় নারী টেপরি রানী, মুক্তিযুদ্ধ রণাঙ্গনের অস্বীকৃত বীরাঙ্গনা বিভা রানী, বরিশালের একমাত্র লাইসেন্স প্রাপ্ত ও সমুদ্র উপকূলের জীবন সংগ্রামী মৎস্যজীবী লায়লী বেগম, নারীকুলের গর্বনালা ফুটবলমঞ্চ সারথি স্কুল শিক্ষিকা কামরুন নাহার মুন্নি, দলিত সম্প্রদায়ের মধ্যে শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠিত নারী সনু রানী দাস, নদী তীরের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের দরদী নারী কোহিনুর বেগম যিনি মানুষের জন্য ফুড ব্যাংক খুলেছেন, শিক্ষানুরাগী ছিটমহলবাসীর আলোর দিশারী মমতাজ মহল বেবি, প্রতিকূল পরিবেশে ফুটবল প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত জয়া চাকমা, শতবর্ষের ইতিহাসে জন্মান্ধ মহিলা আইনজীবী মারজিয়া রাব্বানী শশী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক, গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর রাশেদা কে চৌধুরী, আইপিডিসির পরিচালক মমিনুল ইসলাম, প্রথম আলো পত্রিকার সহযোগী সম্পাদক আনিসুল হকসহ আরও অনেকে।