আপিলেও প্রার্থিতা রক্ষা হলো না এক মেয়রসহ ১১ প্রার্থীর
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি এক মেয়র প্রার্থীসহ ১১ জন।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় তাদের আপিলে রিটার্নিং কর্মকর্তার দেওয়া রায় বহাল রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। সকাল থেকে দুই পক্ষের বক্তব্য ও দীর্ঘ যাচাই-বাচাই শেষে এ রায় দেন তিনি।
প্রার্থিতা হারানো রা হলেন, মেয়রপ্রার্থী খোকন চৌধুরী, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাবিব উল্লাহ, ৩ নং ওয়ার্ডের ইলিয়াছ আহমেদ লেদু, আওয়ামী লীগ মনোনীতপ্রার্থী কফিল উদ্দিন খান, আমির হোসেন, সেলিম উদ্দিন, ১৯ নং ওয়ার্ডের আব্দুল মান্নান, ২০ নং ওয়ার্ডের হাফিজুল ইসলাস মজুমদার, ৪নং ওয়ার্ডের সাইফুল্লাহ খাঁন, ২২ নং ওয়ার্ডের সলিমুল্লাহ ও ৩৮ নং ওয়ার্ডের হাসান মুন্না।
নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, গত ১ মার্চ যাচাই-বাচাইয়ের পর দুই মেয়রসহ ১২ জনের প্রার্থিতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে এক মেয়রসহ ১১ জন আপিল করলেও আরেকজন মেয়রপ্রার্থী আপিল করেনি। যারা আপিল করেছেন তা মঞ্জুর করা হবে না বলে সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে আজ আপিল শুনানি অনুষ্ঠিত হয়। সেখানেও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে রায় দেয়া হয়।