পরিবারে সচ্ছলতা ফেরানোর আগেই লাশ হয়ে ফিরল ফায়ার কর্মী নয়ন
সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী রংপুরের সোহানুজ্জামান নয়নের (২৪) বাড়িতে শোকের মাতম। বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে ফায়ার কর্মী হিসেবে যোগদান করলেও স্বচ্ছলতা ফেরানোর আগেই লাশ হয়ে ফিরল নয়ন।
জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় সচিবালয়ের আগুন নেভানোর জন্য অন্য ফায়ার সার্ভিসের কর্মীর সঙ্গে কাজে যোগ দিয়েছিলেন সোহানুজ্জামান নয়ন। এ সময় হঠাৎ বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে গেলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত তাকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয় না নয়নকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফায়ার কর্মী সোহানুজ্জামান নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আট পনিয়া গ্রামে।
নয়নের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আখতারুজ্জামানের এক ছেলে এক মেয়ের মধ্যে নয়ন ছোট। ছোট বেলা থেকে তার ফায়ার সার্ভিসে কাজ করার স্বপ্ন ছিল। বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে ২০২২ সালে যোগদান করেন ফায়ার কর্মীর চাকরিতে। নয়নের মূল কর্মস্থল ছিল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশনে। সেটি ঢাকার তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিল। দরিদ্র পরিবারে স্বপ্ন পূরণের একমাত্র ভরসার মৃত্যুতে নিভে গেল আলো। পরিবার,আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বইছে শোকের মাতম। তার মৃত্যুর খবরে পুরো এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। শেষ বারের মত একনজর দেখতে দূর- দুরান্ত থেকে বাড়িতে এসে ভিড় করছেন স্বজনরা।
নিহত নয়নের বাবা আখতারুজ্জামান জানান, দরিদ্র পরিবারে খুব বুকভরা স্বপ্ন নিয়া খুব কষ্টে মানুষ করছি সন্তানকে। নয়নের অনেক স্বপ্ন ছিল এই চাকরিকে ঘিরে। উচ্চপদ আর পরিবারের অভাব মুছতে চাকরির পাশাপাশি পড়াশোনা করছিল। চাকরির বয়স কেবল ২ বছর, শুরুর আগেই সব শেষ হয়ে গেল।
স্বপ্ন পূরণের আগেই ঝড়ে গেল নয়নের প্রাণ। ক্ষোভ প্রকাশ করে পরিবারের অভিযোগ, আগুন নেভানোর সময় পুরো এলাকা যদি সুরক্ষিত রাখা হতো তাহলে এই দিন দেখতে হতো না। তারা ঘাতক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার অভিযোগও তুলেছেন স্থানীয়রা।