পাহাড়তলী রেল কারখানায় অগ্নি নির্বাপণ মহড়া

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পাহাড়তলী রেল কারখানায় অগ্নি নির্বাপণ মহড়ায় কর্মচারীরা অংশগ্রহণ করেন, ছবি: বার্তা২৪.কম

পাহাড়তলী রেল কারখানায় অগ্নি নির্বাপণ মহড়ায় কর্মচারীরা অংশগ্রহণ করেন, ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম পাহাড়তলী রেল কারখানায় বাংলাদেশ ফায়ার সার্ভিস কর্তৃক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে পাহাড়তলী রেল কারখানার ভেতরে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল সমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রামের পাহাড়তলী রেল কারখানা বিভাগীয় তত্ত্বাবধায়ক কাজী মোহাম্মদ ওমর ফারুক বার্তা২৪.কমকে মহড়ার বিষয়ে বলেন, 'এখন গরমের সময় আসছে। আগুন লাগার ঝুঁকি থাকে। সেজন্যই ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমাদের এই কারখানায় অগ্নি নির্বাপণের জন্য মহড়া অনুষ্ঠিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মহড়ায় কারখানার সকল কর্মকর্তা-কর্মচারীদের দেখানো হয়েছে অগ্নি নির্বাপণের নানা ধরনের ব্যবস্থাপনা।’