চাকরির আশ্বাসে ২৬ মাস বিনাবেতনে পাঠদান

  • Mansura chamily
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩য় দিনের মতো সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি করছেন এসিটি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩য় দিনের মতো সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি করছেন এসিটি।

চাকরির স্থায়ীকরণের আশায় ২৬ মাস ধরে বিনা বেতনে পাঠদান করছে সারা দেশের ৫ হাজার ২০০ জন সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) প্রকল্পের অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা (এসিটি)।

প্রকল্পের মেয়াদ শেষে চাকরি স্থায়ীকরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সুপারিশ ও প্রতিবার শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের পরও গত ২৬ মাসে বিনা বেতনে পাঠদান করেও তাদের চাকরি স্থায়ীকরণ হয়নি।

বিজ্ঞাপন

চাকরি স্থায়ীকরণের দাবিতে বুধবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩য় দিনের মতো সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি করছেন এসিটি।

আন্দোলনরত শিক্ষকরা জানান, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় মানসম্মত শিক্ষকের অনুপস্থিতির কারণে ২০১৫ সাল হতে তিন বছর মেয়াদে আকর্ষণীয় বেতনে সেকায়েপ প্রকল্পের অধীনে সারা দেশে ৫ হাজার ২০০ জন বিষয়ভিত্তিক (ইংরেজি, গণিত ও বিজ্ঞান) অতিরিক্ত শ্রেণি শিক্ষক (এসিটি) নিয়োগ দেয়া হয়। যাদেরকে ‘মডেল শিক্ষক বলা হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে মডেল শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার পাশাপাশি প্রকল্প শেষে চাকরি স্থায়ীকরণের উল্লেখ ছিল। প্রকল্পের মেয়াদ শেষে গত ২৬ মাস ধরে বিনা বেতনে পাঠদান করে এসিটিরা। এদিকে শিক্ষামন্ত্রনালয়ের বারংবার আশ্বাসের কারণে এসিটিদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স নেই।

তারা জানান, কর্মরত প্রশিক্ষিত ও অভিজ্ঞ সেকায়েপভুক্ত এসিটিদের বাদ দিয়ে নতুন এসইডিপি প্রোগ্রামে নতুন ১২ হাজার শিক্ষক নিয়োগ দিতে চাচ্ছে। এসিটিদের মূল দাবি বয়স, অভিজ্ঞতা ও তাদের দ্বারা মাধ্যমিক পর্যায়ে বিশেষ অবদান এবং মানবিক দিক বিবেচনা করে চাকরি স্থায়ীকরণ বা বিনা শর্তে দ্রুত এসইডিপি প্রোগ্রামে নেয়ার দাবি জানান তারা।