সাভারে হাঙ্গারি খাল উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

শধাপুর এলাকায় হাঙ্গারি খাল উদ্ধার করা হয়েছে।  ছবি: সংগৃহীত

শধাপুর এলাকায় হাঙ্গারি খাল উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

সাভারের শধাপুর এলাকায় হাঙ্গারি খাল উদ্ধার করা হয়েছে। এটি ৬ বছর দখল করে রেখেছিল স্থানীয় জমি দখলকারীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত আমিনবাজারের সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে খালটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

হ্যাপি দাস বলেন, প্রায় ৬ বছর আগে স্থানীয় জমি দখলকারীরা খালের প্রায় সব অংশ দখল করে। এমনকি দখলকারীরা মাটি ভরাট করে নিজের স্বার্থে একটি রাস্তা তৈরি করে। দখলের কারণে এই খালের পানি প্রবাহ বন্ধ যায়। খনন কাজ করে খালটি মুক্ত করে দেয়া হয়েছে। বর্তমানে খালের পানি প্রবাহ স্বাভাবিক হয়েছে।

তিনি আরও বলেন, এ খালটি তুরাগ নদীর একটি সংযোগকারী খাল।