ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততা থাকায় সাকিবের বিরুদ্ধে ক্ষোভ: আসিফ মাহমুদ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বাংলাদেশে একটা অসাধারণ অভ্যুত্থান হয়েছে এটা সবাই জানে, পুরো বিশ্ব জানে। আইসিসিও অজ্ঞ না, তারাও এটা জানে। এখানে অসাধারণ পরিস্থিতি হওয়ার যে কারণ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সঙ্গে সাকিব আল হাসানের সম্পৃক্ততা ছিল। এবং এই সম্পৃক্ততার কারণেই কিন্তু মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ক্ষোভের বহিপ্রকাশও আমরা দেখতে পেয়েছি। সবাই এই বিষয়টা জানে। কারও অজানা নয়। আন্তর্জাতিকভাবেও সবাই জানে। আইসিসি থেকে যদি আপত্তি জানায় সেটি বিসিবিকে জানাবে। আর বিসিবিকে জানানোর আগে তো আমি কিছু বলতে পারি না এই বিষয়ে।’

সাকিব আল হাসানের দেশে এসে খেলতে না পারাকে কেন্দ্র করে আইসিসি থেকে নিরাপত্তা ইস্যুতে আপত্তি তুলতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিতে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন সরকারি দফতর, ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিরে সঙ্গে মতবিনিময় সভা করেন। সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা।

বিজ্ঞাপন

সাকিব আল হাসানের ভক্তদের উদ্যোগে আয়োজিত একটি কর্মসূচিতে তার বিরুদ্ধে হওয়া আন্দোলনে আসিফ মাহমুদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন। ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই বিষয়েও নিজের বক্তব্য স্পষ্ট করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ‘আমিও সেই ভিডিওটা দেখেছি। সবার মত প্রকাশের অধিকার আছে। সংবিধান সেই অধিকার দিয়েছে। আমরাও আন্দোলন করেছি। সাকিব আল হাসানের বিষয়ে আমি স্পষ্ট করেছি আমার ফেসবুক পেজে।ক্রীড়াঙ্গনে যাতে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি না ঘটে ক্রিকেটারদের নিরাপত্তায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য বিসিবিকে আমি -আপাতত সাকিব যেন দেশে না আসে সেই পরামর্শ দিয়েছি। সে অনুযায়ী বিসিবি তার সঙ্গে কথা বলেছে। নিরাপত্তা বলতে শুধু এটা না যে নিরাপদে দেশের হয়ে খেলবে, দেশে যদি নিরাপত্তা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে সেটাও ভাবতে হবে। উভয় দিক থেকে নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। সেজন্য এই পরামর্শ দেওয়া হয়েছে।’

শুক্রবার রাতে ছাত্রলীগের একটি পক্ষ চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় ঝটিকা মিছিল করেছে। সেই বিষয়েও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ‘যারা চিহ্নিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত ছিল, গুলি করার সঙ্গে জড়িত ছিল তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশনা আমি দিয়েছি। আমি এখন প্রতিবেদনটা নেব। কিছুদিন পরে আমি জানতে চাইব কতজনকে গ্রেফতার করা হলো, আপডেটটা কী? এখনো চট্টগ্রামের পরিস্থিতি উত্তপ্ত করার জন্য আওয়ামী ফ্যাসিবাদী শক্তির লোকজন চেষ্টা চালাচ্ছে। আমি চট্টগ্রামের রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সবাইকে বলব রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করার জন্য। আর প্রশাসনকে অবশ্যই বলব তাদের দ্রুত আইনের আওতায় আনতে।’