পারভীন হাসান টিআইবি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উপাচার্য পারভীন হাসান/ ছবি: সংগৃহীত

উপাচার্য পারভীন হাসান/ ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষক, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য পারভীন হাসান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) টিআইবির ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের ১০৩তম সভায় তিনি নির্বাচিত হন বলে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বোর্ডের নতুন মহাসচিব এবং তাসনিম সিদ্দিকী ও সুস্মিতা চাকমা নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

টিআইবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ট্রাস্টি বোর্ড। বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- মাহফুজ আনাম, তৌফিক নেওয়াজ, সৈয়দা রুহী গজনবী, পারভিন মাহমুদ, আবুল মোমেন এবং ফখরুল আলম।