আশুলিয়ায় আড়াই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

আশুলিয়ায় আড়াই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়ায় আড়াই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

 

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার ধনাইদের ইউসুফ মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযানে তিতাস গ্যাসের প্রায় ৭৫ জন শ্রমিক অংশ নেয়।

আব্দুল মান্নান জানান, ওই এলাকায় তিতাসের মূল গ্যাস সঞ্চালন পাইপ থেকে অবৈধভাবে ৪ ইঞ্চি ও ২ ইঞ্চি নিম্নমানের পাইপ দিয়ে গ্যাস সরবরাহ করেছিলো অসাধু ব্যবসায়ীরা। খবর পেয়ে তিতাস গ্যাসের পক্ষ থেকে ওই এলাকার প্রায় দুই কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগের নিম্নমানের পাইপ উত্তোলন করে আড়াই হাজার আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া অবৈধ সংযোগের অভিযোগ পেলেই তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপব্যবস্থাপক আনিসুজ্জামান, আশুলিয়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান ও ঠিকাদার মো. মনিরসহ আরো অনেকে।