বসন্ত সবার জীবনে কল্যাণ বয়ে আনুক: স্পিকার

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (এমপি) বলেছেন, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতুচক্রে আবর্তিত হয়ে এসেছে বসন্ত। ফুল ফুটেছে, পাখি গাইছে, ঋতুরাজ বসন্তকে বরণে প্রকৃতি সেজেছে অপরুপ রুপে। পালামেন্ট মেম্বারস ক্লাবও বসন্তকে বরণ করে নিচ্ছে। এ বসন্ত সবার জীবনে কল্যাণ বয়ে আনুক এই কামনাই করি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাব আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী (এমপি) এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম তাজুল ইসলাম (এমপি)।

এসময় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া (এমপি), হুইপ মাহবুব আরা বেগম গিনি (এমপি), হুইপ সামশুল হক চৌধুরী (এমপি), বসন্ত বরণ উদযাপন কমিটির আহবায়ক অপরাজিতা হক (এমপি), জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।