রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী নগরীর রাজপাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দু’টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বেরিঘাটি এলাকার আফসার আলীর ছেলে সুমন (২৮), সুজাপুর এলাকার সাদেকুল ইসলামের ছেলে আল মামুন (২৭) ও লথনপুর হিন্দুপাড়া এলাকার মুকুলের ছেলে রিমন (১৮)।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে শিবগঞ্জের সুমনকে গ্রেফতার করা হয়। পরে সুমনের দেয়া তথ্যে আল মামুন ও রিমনকে আটক করা হয়। তারা সবাই একই চক্রের সদস্য।
ওসি বলেন, ‘রাজশাহী ও আশেপাশের জেলাগুলোতে সিন্ডিকেট করে মোটরসাইকেল চুরি করে আসছে তারা। আটকদের মধ্যে সুমনের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগে মামলাও রয়েছে।’