রাজশাহীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটার দিকে উপজেলা রাজবাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে জাহিদুল ইসলাম নামে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা জালাল উদ্দিন আহমেদের ছেলে। নিহত অপরজন এবং আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বারী জানান, সকলেই রাজাবাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জমূখী বালুবাহী একটি ট্রাক দাঁড়িয়েছিল। পৌনে আটটার দিকে পেছন থেকে আসা থাইগ্লাস বহনকারী একটি পিকআপ ওই ট্রাককে ধাক্কা দেয়।
পুলিশ কর্মকর্তা বারী বলেন, পিকআপের থাকা দুই থাইগ্লাস বসানোর মিস্ত্রি ঘটনাস্থলে মারা যান। ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ তাদের মরদেহ উদ্ধারের কাজ করছে। তবে দায়ী পিকআপের চালক পালিয়ে গেছে।