বঙ্গবন্ধু তার সাড়ে তিন বছরে সব করে গেছেন: পররাষ্ট্রমন্ত্রী

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, ছবি: বার্তা২৪.কম

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, ছবি: বার্তা২৪.কম

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাড়ে তিন বছরের ক্ষমতায় এ দেশের জন্য সবকিছু করে দিয়ে গেছেন। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করব। যেখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় যাদুঘরে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে তার ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এসব কথা বলেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

মোমেন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ, চারিত্রিক মহিমা, সংগ্রাম, মানুষের জন্য অবদান এবং বাংলাদেশের অভাবনীয় সাফল্য আমরা পৃথিবীর সব দেশকে জানাতে চাই। এক বছর আমরা জাতির পিতার জন্মবার্ষিকী পালন করব। তাই এ বছর আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

প্রধান বক্তা মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ‘বঙ্গবন্ধু বলেছেন- আধুনিক কৃষি উন্নতি ছাড়া বাংলাদেশের উন্নতি হবে না। বঙ্গবন্ধু ইরির বীজ এনে দিয়ে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা হওয়ার প্রথম পদক্ষেপ গ্রহণ করেন।’

৮০ সালে আমি মাটি ও মানুষ অনুষ্ঠান করতে গিয়ে গ্রামে দেখেছি যে বাড়িতে ভাত রান্না হতো, সেখানে অনেকে লাইন দিয়ে থাকত। আজ সেখান থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।’

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, উপ-উপাচার্য ড. অধ্যাপক ড.এম নূরুল ইসলাম, ট্রেজারার মোর্শেদ চৌধুরী।