চালু হলো ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসের বাড়তি ট্রিপ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মৈত্রী এক্সপ্রেসের বাড়তি ট্রিপ উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ছবি: তামিম শাহরিয়ার

মৈত্রী এক্সপ্রেসের বাড়তি ট্রিপ উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ছবি: তামিম শাহরিয়ার

বাংলাদেশ থেকে কলকাতাগামী যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ট্রিপ বাড়ানো হলো ঢাকা-কলকাতা রুটের ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেসে’র। ট্রেনটি আগে সপ্তাহে চার দিন চলত, এখন থেকে চলবে পাঁচ দিন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশনে মৈত্রী এক্সপ্রেসের নতুন এ ট্রিপ উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বিজ্ঞাপন
মৈত্রী এক্সপ্রেসের বাড়তি ট্রিপ উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ছবি: তামিম শাহরিয়ার

জানা যায়, নতুন করে মঙ্গলবার দিনটি যুক্ত হয়ে এখন সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার ঢাকা-কলকাতা রুটে ট্রেনটি চলাচল করবে। আর প্রতি সোম ও বৃহস্পতিবার বন্ধ থাকবে মৈত্রী এক্সপ্রেস।

এদিকে, এখন থেকে সপ্তাহে পাঁচ দিন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮:১৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যাবে এবং কলকাতায় পৌঁছাবে ১৬:০০ টায়।

যাত্রা শুরুর অপেক্ষায় মৈত্রী এক্সপ্রেস, ছবি: তামিম শাহরিয়ার

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের মোট ৪৫৬টি চেয়ারের মধ্যে ১৪৪টি এসি সিট (কেবিন) এবং ৩১২টি এসি চেয়ারসহ রয়েছে। এসি সিটের ভাড়া ৩৪৩৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ২৪৫৫ টাকা।

বাড়তি ট্রিপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ অন্যান্যরা।

মঙ্গলবার উদ্বোধনী দিনে মৈত্রী এক্সপ্রেসে কলকাতা যাচ্ছে এ পরিবারটি, ছবি: তামিম শাহরিয়ার

উল্লেখ্য, খুলনা থেকে কলকাতাগামী বন্ধন এক্সপ্রেস আগে সপ্তাহে একদিন চলত। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে এটি সপ্তাহে দুই দিন চলবে।