বরিশালে বিদেশি মদ-বিয়ার ক্যানসহ আটক তিন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশালে বিদেশি মদ-বিয়ার ক্যানসহ আটক তিন

বরিশালে বিদেশি মদ-বিয়ার ক্যানসহ আটক তিন

বরিশালে  বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস থেকে আট বোতল বিদেশি মদ ও ২৪ টি বিয়ার ক্যানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার ( ১০ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজা এলাকা থেকে তাঁদের কে আটকের পাশাপাশি মদ ও বিয়ার জব্দ করা হয়। এছাড়া কালো রংয়ের বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস আটক করা হয়েছে।          

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, ভোলার রোবহানউদ্দিন উপজেলার শুভ সাহা (৩০), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার রিপন দাস (৩০) ও গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের বাপ্পা সাহা (৩০)।  

জানা গেছে, বরযাত্রীসহ বরিশাল থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন কয়েকটি যাত্রীবাহী মাইক্রোবাস। পথে টোল প্লাজায় গাড়িটি সন্দেহ হলে উজিরপুর থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ মদ ও বিয়ার জব্দ এবং তাদেরকে আটক করা হয়৷          

ঘটনার সত্যতা স্বীকার করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত (ওসি)  জিয়াউল আহসান বার্তা২৪.কম কে জানান, এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।