মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের খসড়ার অনুমোদন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ মুজিবুর রহমান

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ মুজিবুর রহমান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় বলে দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০ এর উদ্যোক্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। মন্ত্রিসভা এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে।

সচিব বলেন, জেলা জজের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সব মামলার বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। বিচারক স্বল্পতা এবং প্রশাসনিক জটিলতার কারণে এসব মামলার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে না। এই আইনের সংশোধনের কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত এক লাখ ৭৫ হাজার মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হবে।

বৈঠকে 'বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আইন, ২০২০' এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া বলেও জানান শেখ মুজিবুর রহমান।

তিনি বলেন, আইনটির উদ্যোক্তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এই আইনের সফল প্রয়োগে পর্যটন শিল্প বিকাশ, বেকারত্ব দূর, আয় বৃদ্ধি হবে। আইনের বলে, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হবেন একজন সচিব পদের কর্মকর্তা।