প্যানেল গঠন করে প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

‘প্রাইমারি শিক্ষক নিয়োগে প্যানেল চাই’ কমিটি

‘প্রাইমারি শিক্ষক নিয়োগে প্যানেল চাই’ কমিটি

২০১৮ সালের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে প্যানেল গঠন করে নিয়োগের দাবি জানিয়েছে ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (২০১৮) প্যানেল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি’।

রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবি জানিয়ে মানববন্ধন করে সংগঠনটি।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ২০১৮ সালের নিয়োগ পরীক্ষায় সারাদেশ থেকে ২৪ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর মধ্যে ১৮ হাজার ১৪৭ জন চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হলেও নিয়োগ বঞ্চিত হন ৩৭ হাজার চাকরি প্রত্যাশী।

কমিটির সভাপতি আব্দুল বাতেন বলেন, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের সবাইকে ২০১৪ সালের ন্যায় প্যানেল গঠনের মাধ্যমে নিয়োগ দেয়া হোক। আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, রিট জটিলতার কারণে ২০১৪ থেকে ১৮ সাল পর্যন্ত প্রাইমারি নিয়োগের সার্কুলার হয়নি। এর মধ্যে অনেকের সরকারি চাকরির বয়সসীমা শেষ হয়ে গেছে। এটাই ছিল তাদের শেষ সুযোগ। ৩৭ হাজার ১৪৮ জন মেধাবী চাকরি প্রার্থীকে শূন্য আসনের ভিত্তিতে নিয়োগের সুপারিশ করতে জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে সারাদেশ থেকে আসা চাকরি প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।