রাজশাহীতে ভিভো ও মটোরোলা’র শো-রুমে আগুন
রাজশাহী মহানগরীতে ভিভো ও মটোরোলা মোবাইল কোম্পানির শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এখনও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি তারা।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর চেম্বার্স অব কমার্স ভবনের পাশে বন্ধ থাকা শো-রুমের মধ্য থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা।
পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। পরে অবস্থা কিছুটা ভয়াবহ হওয়ায় আরও একটি ইউনিট তাদের সাথে যোগ দেয়।
রাজশাহী ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবদুর রশিদ বলেন, সেখানে পাশাপাশি থাকা তিনটি মোবাইল ফোন কোম্পানির শো-রুমে আগুন ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে- দীর্ঘদিন বন্ধ থাকা মটোরোলা’র শো-রুমে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
তিনি বলেন, ‘আগুন অনেকটা নিয়ন্ত্রণে। তবে এখনও ধোঁয়া বের হওয়া বন্ধ হয়নি। সেখানে সতর্ক অবস্থায় রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে।’