করোনা মোকাবিলায় দূতাবাসের ভূমিকা জানালেন রাষ্ট্রদূত

  করোনা ভাইরাস
  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান/ ছবি: বার্তা২৪.কম

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান/ ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস মোকাবিলায় চীনে বাংলাদেশ দূতাবাস কী করেছে, তার ব্যাখ্যা দিলেন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান।

তিনি বলেন, আমরা অত্যন্ত সাফল্যজনকভাবে লোকাল কো-অর্ডিনেশন শেষ করেছি। যোগাযোগের ব্যবস্থা করেছি। ২২টি সেন্টারে লোকাল কো-অর্ডিনেটর নিয়োগ করা, ফোকাল পয়েন্ট নিয়োগ করা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমোদন নেওয়া- এসব ছিল ধরনের চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

এক ই-মেইল বার্তায় রাষ্ট্রদূত বলেন, আমরা এই বিষয়ে চীন ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছি। এটি একটি যৌথ পরামর্শমূলক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এজেন্সিগুলির সঙ্গে সমন্বয় প্রক্রিয়া।

তিনি বলেন, উহান সিটি থেকে ৩১২ জন শিক্ষার্থীকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দূতাবাসটি সফলভাবে কাজ করছে। প্রক্রিয়াটি কখন শুরু হতে পারে তা পরিস্থিতিটির বাস্তবতার উপর নির্ভর করে।

বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা, কল্যাণ এবং সুরক্ষা নিশ্চিত করতেই দূতাবাস কাজ করছে বলেও জানান তিনি।