পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে পড়ে বৈশাখী খাতুন (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন এক নারী।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের পোল্লাপুকুর নামক স্থানে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৈশাখী উপজেলার বেলপুকুর ইউনিয়নের তারাশ গ্রামের হাচেন আলীর মেয়ে। সে তারাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তবে আহত নারীর পরিচয় জানা যায়নি।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইও) কাজল কুমার নন্দী জানান, দুপুরে রাজশাহী থেকে নাটোরগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে বৈশাখীসহ ভ্যানের কয়েকজন যাত্রী ছিটকে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বৈশাখী মারা যায়। এ সময় আহত হন অপর এক যাত্রী।
পুলিশ কর্মকর্তা কাজল নন্দী আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে। তবে তার আগেই চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।