‘সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয় ঢুকতে পারবেন সাংবাদিকরা’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সচিবালয়ের সামনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বিজ্ঞাপন

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের সব পাস বাতিল করা হয়েছে। তবে আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সীমিত পরিসরে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হবে।

এসময় তিনি বলেন, দর্শনার্থীদের পাসও সীমিত করা হবে।

বিজ্ঞাপন