সুনামগঞ্জে সাবেক মেয়রসহ ৫ জনকে কারগারে প্রেরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

গত ৪ আগষ্ট সুনামগঞ্জে ‌বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে করা মামলায় সুনামগঞ্জ পৌরসভার সা‌বেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি না‌দের বখত সহ ৫ জ‌নের জামিন নামঞ্জুর ক‌রে‌ছেন আদালত।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে তারা আদালতে সেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র।

বিজ্ঞাপন

আসামি পক্ষের আইনজীবী অ্যাড. নজরুল ইসলাম শেফু বলেন, ৪ আগস্টের যে হামলায় উনাকে জড়ানো হয়েছে। এটি মোটেও সঠিক নয়। তিনি কোনো ভাবেই তিনি এই মামলায় জড়িত নয়। তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে দ্রুত বিচার আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছেন।

প্রসঙ্গত, গত চার আগস্টে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদ গত ২ সেপ্টেম্বর আদালতে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার নাম উল্লেখ করা ৯৯ জনের মধ্যে নাদের বখত ৬ নম্বর এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী ২৭ ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ২৮ নম্বর আসামি। অন্য দুইজনও এই মামলার আসামি।

বিজ্ঞাপন

এই মামলায় অজ্ঞাত আসামি ২০০ জন। ইতোমধ্যে এই মামলার আসামি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিক কিছু দিন কারাভোগ করে জামিনে রয়েছেন।

এদিকে, আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সময় এজলাস থেকে নেমেই জয় বাংলা স্লোগান ধরেন আসামিরা। তাদের সাথে আদালত প্রাঙ্গনে থাকা অন্য নেতাকর্মীরাও স্লোগান ধরতে থাকেন। পরে আদালত প্রাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।