গোদাগাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় দুই শিশু নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

মাইক্রোবাসের ধাক্কায় দুই শিশু নিহত, ছবি: বার্তা২৪.কম

মাইক্রোবাসের ধাক্কায় দুই শিশু নিহত, ছবি: বার্তা২৪.কম

রাজশাহীর গোদাগাড়ীতে স্কুলে যাওয়ার পথে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী আমনুরা মহাসড়কের সাধুরমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শিক্ষার্থীরা হলো- উপজেলার রাতাহারি এলাকার হামিদুর রহমানের ছেলে আব্দুল আলিম সোহাগ (১২) ও আলমঙ্গীর হোসেনের ছেলে সুমন (১১)। তারা দুইজনই রাতাহারি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, বাই সাইকেলে করে তিন শিক্ষার্থী তাদের অন্য একজন সহপাঠীকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে যাচ্ছিল। পথে সাধুরমোড় এলাকায় একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়।

তিনি আরো বলেন, ঘটনায় আরেক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।