সেবা বাড়াচ্ছে ‘মৈত্রী’ ও ‘বন্ধন’

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

বাংলাদেশ-ভারতের মধ্যে অধিক যোগাযোগের লক্ষ্যে যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে চারদিনের স্থলে পাঁচদিন চলবে। এ ছাড়া, বন্ধন এক্সপ্রেস একদিনের স্থলে চলবে দুইদিন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৈত্রী এক্সপ্রেসের এই বর্ধিত সেবা ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এদিন ঢাকা থেকে ট্রেনটি কলকাতা যাবে। ১২ ফেব্রুয়ারি কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

অন্যদিকে, বন্ধন এক্সপ্রেস ১৬ ফেব্রুয়ারি খুলনা ছেড়ে যাবে, এবং একই দিন কলকাতা থেকে ফিরে আসবে।