৩ দিনেও উদ্ধার হয়নি খালে নিখোঁজ আশামণি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীর মেরাজনগরের মান্ডা খালে ডুবে যাওয়া শিশু আশামণিকে (৫) তিন দিনেও উদ্ধার করা যায়নি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিসের কর্মকর্তারা শিশুটির খোঁজে অভিযান চালাচ্ছে। এর আগে গত শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে খেলতে গিয়ে খালে পড়ে যায় শিশুটি।

বিজ্ঞাপন

শিশুটির বাবা এরশাদ হোসেন বলেন, বাসার পাশেই শিশুরা সেখানে বিকেলে খেলাধুলা করে। শনিবার বিকেলে খেলার সময় বল খালে পড়ে যায়। বলটি তুলতে আশামণি খালের পাশে গেলে ময়লা ঢাকা একটি জায়গায় পা দেয়। তখনই সে খালে তলিয়ে যায়।

এদিকে তিন দিনেও খোঁজ না পেয়ে শিশুটির মা–বাবা পাগল প্রায়। গত তিন দিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে খুঁজছে।

এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বার্তা২৪.কমকে বলেন, ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করতে আপ্রাণ চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। যতই দিন যাচ্ছে তাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে।