ভারতে ৩৬তম আন্তর্জাতিক ভূতত্ত্ব কংগ্রেস শুরু ২ মার্চ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ২ মার্চ ভারতে শুরু যাচ্ছে ৩৬তম আন্তর্জাতিক ভূতত্ত্ব কংগ্রেস (আইজিসি)। গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপোজিশন মার্ট লিমিটেডে এ কংগ্রেস চলবে ৮ মার্চ পর্যন্ত।

বাংলাদেশে ভারতীয় হাই কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ভারত ও বিশ্বের দুই হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। ৩৬তম আইজিসি হচ্ছে একটি মঞ্চ, যেখানে নিজেদের মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতা, নেটওয়ার্কিং, সামর্থ্য তৈরি ও বৈজ্ঞানিক অনুসন্ধান তুলে ধরার জন্য বিশ্বের ভূতত্ত্ব বিজ্ঞানী সম্প্রদায় একত্রিত হবেন।

বিস্তারিত যোগাযোগ: e-mail: www.36igc.org অথবা ড. রসিক রবীন্দ্র, মহাসচিব, ৩৬তম আইজিসি, e-mail: [email protected], মোবাইল নম্বর +৯১-৯৯৯৯৫১৮১২৯