চীনে যাওয়া বিমানের পাইলট-ক্রুদের অন্য দেশে ঢুকতে দিচ্ছে না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর চীনের ওই এলাকা থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিমানের যে ফ্লাইটটি গিয়েছিল, তার পাইলট ও ক্রুদের অন্য দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না।

সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, বিমান বাংলাদেশের এই পাইলট ও ক্রুরা কোনো আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে পারছেন না। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জ্যেষ্ঠ মন্ত্রী, চিকিৎসক ও সরকারি কর্মকর্তারা বলে তিনি জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, চীনের হুবেই প্রদেশ থেকে আরও ১৭১ জন বাংলাদেশি ফিরতে চাইছেন। কিন্তু বাংলাদেশ বিমানে তাদের আনতে সমস্যা হচ্ছে। এর কারণ হচ্ছে আগে ৩১৪ জন বাংলাদেশিকে আনতে যে ফ্লাইটটি চীনে গিয়েছিল, সেটির পরিচালনার সঙ্গে যুক্ত পাইলট ও ক্রুদের অন্য দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। নতুন করে যারা আসতে চাইছেন, তাদের প্রাইভেট কোনো এয়ারলাইনসের ভাড়া করা বিমানে আনার কথা ভাবা হচ্ছে। যারাই বাংলাদেশে আসবেন, তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে।

সচিব জানান, কোনোভাবেই যেন বাংলাদেশে করোনাভাইরাস ঢুকতে না পারে, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।