সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করা হবে: জাবেদ পাটোয়ারী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য দিচ্ছেন পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী, ছবি: বার্তা২৪.কম

বক্তব্য দিচ্ছেন পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী, ছবি: বার্তা২৪.কম

পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী জানিয়েছেন, ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হবে। তাদের আইনের আওতায় আনা হবে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি মিলনায়তনে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

অপর এক প্রশ্নে ড. জাবেদ পাটোয়ারী বলেন, ‘হরতালের নামে কেউ ভাঙচুর, নৈরাজ্য করলে কাউকে ছাড় দেয়া হবে না।’

এর আগে সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৭তম ক্যাডেট এসআই ব্যাচের কুচকাওয়াজ পরিদর্শন করেন জাবেদ পাটোয়ারী। কুচকাওয়াজে ব্যাচের ১ হাজার ৭৫৯ জন শিক্ষানবিশ ক্যাডেট অংশ নেন। এর মধ্যে ১৩৪ জন নারী কর্মকর্তাও রয়েছেন।