চীন থেকে ৩৪১ বাংলাদেশি শুক্রবার দেশে ফিরবেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ছবি: সংগৃহীত

চীন থেকে ৩৪১ জন বাংলাদেশি শুক্রবার (৩১ জানুয়ারি) দেশে ফিরবেন। প্রাথমিকভাবে তাদের আশকোনা হজ্জ ক্যাম্পে ও উত্তরা হাসপাতালে রাখা হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল হাসান বার্তা২৪.কমকে এ জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, শুক্রবার একটি ফ্লাইটে করে চীন থেকে ৩৪১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। প্রাথমিকভাবে তাদের আলাদা করে আশকোনার হজ ক্যাম্প ও উত্তরায় হাসপাতালে রাখা হবে। পরে তাদের শরীরের করোনা ভাইরাস আছে কিনা পরীক্ষা করা হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আশকোনা হজ ক্যাম্প ও কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী উল্লিখিত এলাকার কোনো একটি স্থানে জরুরি প্রেস ব্রিফিং করবেন।