দেশি ইস্যুতে কূটনীতিকদের নাক না গলাতে হুঁশিয়ারি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন/ ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন/ ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বিদেশি দূতাবাসগুলো অনেক সময় দেশের অভ্যন্তরীণ ইস্যুতে যথেষ্ট নাক গলান। কূটনীতিকদের একটি ‘কোড অব কনডাক্ট’ আছে। যারা তা মানবেন না, তাদের বলবো দেশ থেকে চলে যান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০’-এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিদেশি কূটনীতিকরা ব্রিটিশ হাইকমিশনে মিলিত হন। এ প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন কূটনীতিকরা ‘কোড অব কন্ডাক্ট’ মেনে কাজ করবেন।

এর আগে ‘বাংলাদেশ ডেভলপমেন্ট ফোরাম ২০২০’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।