মজনুর ডিএনএ'তে ধর্ষণের আলামত: সিআইডি

  কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষণ
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি।

ফাইল ছবি।

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের দায়ে গ্রেফতার মজনুর ডিএনএ পরীক্ষা করে ধর্ষণের আলামত পেয়েছে সিআইডি।সিআইডি বলছে, ওই ছাত্রীর কাপড় থেকে সংগৃহীত দুটি আলামত ও মজনুর রক্ত প্রোফাইল করে পরীক্ষার মাধ্যমে প্রমাণ মিলেছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে পুলিশের উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই ছাত্রীর কাপড় থেকে নমুনা সংগ্রহ ও মজনুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সেখানে ধর্ষণে মজনুর সম্পৃক্ততা পাওয়া গেছে।’ ইতোমধ্যে সিআইডি তাদের প্রতিবেদন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। তিন দিনের মাথায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মজনু নামের একজনকে গ্রেফতার করে র‍্যাব। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয় তাকে।