ভিকটিমের ব্যাগ ছিল ধর্ষকের কাছে
কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষণঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনু (৩০)-এর কাছ থেকে ভিকটিমের ব্যাগ, মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক উদ্ধার করেছে র্যাব।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ কথা জানান র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম।
এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ধর্ষক সন্দেহে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরদিন সকালে ভিকটিম নিশ্চিত করার পরই অভিযুক্ত ব্যক্তিকে আটক দেখানো হয়।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ধর্ষণের শিকার হন।
জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শেওড়া যাচ্ছিলেন ওই ছাত্রী। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলায় বাস থেকে নামার পর এক ব্যক্তি তার মুখ চেপে ধরে পাশের নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন।
রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি বিষয়টি বুঝতে পারেন। পরে সেখান থেকে অটোরিকশায় করে বাসায় ফেরার পর রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।