ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও সদস্য সন্তানদের চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রশিক্ষণ শুরু হয়েছে। ডিআরইউ'র এ আয়োজনে সহযোগিতায় রয়েছে বাংলাদেশ উশু ফেডারেশন।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশে মার্শাল আর্টের জনক, প্রথম জাতীয় প্রশিক্ষক, গ্র্যান্ডমাস্টার প্রযোজক, পরিচালক ও অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম।
ওস্তাদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের কর্মব্যস্ততার মাঝেও এ ধরনের আয়োজন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন। ভবিষ্যতে ডিআরইউ’র এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহবান জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন এই প্রশিক্ষণ আয়োজন করায় ডিআরইউকে ধন্যবাদ জানান। তিনি এই কার্যক্রম পরিচালনা করার জন্য ফেডারেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। তিনি বলেন, এবার সদস্য ও সদস্য সন্তানদের জন্য বছরব্যাপী বিভিন্ন ক্রীড়া উৎসব আয়োজন করা হবে। পাশাপাশি এবছর ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টেসহ অন্যান্য সকল ধরনের ইভেন্ট সফলভাবে সম্পন্ন করা হবে। সদস্য ও সদস্য পরিবারের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি বছরব্যাপী নানাবিধ খেলাধুলার আয়োজন করে থাকে। এর মধ্যে বার্ষিক ক্রীড়া উৎসব অন্যতম। তারই ধারাবাহিকতায় এই মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। তিনি বলেন, এবার সদস্যদের জন্য খেলাধুলার কোন কমতি থাকবে না। থাকবে ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, কাবাডি ও ব্যাডমিন্টনের মত বড় আয়োজন। পাশাপাশি থাকবে সদস্য সন্তানদের জন্য দাবা, সাঁতার, হ্যান্ডবল, ক্রিকেট ও ফুটবল প্রশিক্ষণ। সদস্য সন্তান, সদস্য স্ত্রী ও নারী সদস্য স্বামীদের জন্য থাকবে পারিবারিক ক্রীড়া উৎসব। এরই ধারাবাহিকতায় মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- ডিআরইউ’র নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, কল্যাণ সম্পাদক রফিক মৃধা ও কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী। এছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্য কাজী শহীদুল আলম, মো: লুৎফর রহমান সিকাদার, সালাম ফারুক ও রুমেল খান। প্রশিক্ষণে ২৭ জন সদস্যসহ ৬২ জন অংশ নেন। প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ডিআরইউ চত্বরে তিন মাসব্যাপী এই মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম চলবে । প্রশিক্ষক হিসেবে থাকছেন বাংলাদেশ উশু ফেডারেশনের প্রধান উশু প্রশিক্ষক ও ব্ল্যাক বেল্ট ৪ ডুয়ান মোজাম্মেল হক।