দুদকে মেয়র খোকনের এপিএসসহ দুইজনের জিজ্ঞাসাবাদ চলছে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদ কক্ষ/ছবি: বার্তা২৪.কম

দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদ কক্ষ/ছবি: বার্তা২৪.কম

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকনের সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ কুদ্দুস আহমেদ এবং চট্টগ্রাম পটিয়া আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর একান্ত সচিব মো. নুর উর রশিদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল দশটা থেকে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করছে।

বিজ্ঞাপন

দুদকের জনসংযোগ দফতরের এক কর্মকর্তা বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিএস শেখ মো. কুদ্দুস আহমেদ ও মো. নূর উর রশিদ চৌধুরীর সঙ্গে ক্যাসিনো সম্পৃক্ততা এবং বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমের ঘনিষ্ঠতা আছে বলে পূর্বে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পেরেছে দুদক।

উল্লেখ্য, ক্যাসিনো সম্পৃক্ততার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ অর্থ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগ যেসব ব্যক্তির তালিকা রয়েছে দুদকের হাতে তাদের মধ্যে অন্যতম হলেন পটিয়া আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।