নির্বাচন ও পূজা নিয়ে কোনো হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছবি: বার্তা২৪.কম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছবি: বার্তা২৪.কম

নির্বাচন ও সরস্বতী পূজা একই দিনে হলেও এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মধুবাগে শের-ই-বাংলা স্কুল এন্ড কলেজের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। তবে নির্বাচন ও সরস্বতী পূজা একই দিন হলেও বিষয়টি ইসি দেখবেন। এখানে আমাদের কিছু করার নেই। আর তারা যেভাবে চাইবে আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করবে।

শিক্ষা খাতের উন্নতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেই প্রতি বছর পহেলা জানুয়ারি সারাদেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে স্বাক্ষরতার হার ৭৩ শতাংশে উপনীত হয়েছে।।