দুদক ও অক্সফ্যাম’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

দুদক ও অক্সফ্যাম’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর/ ছবি: বার্তা২৪.কম

দুদক ও অক্সফ্যাম’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর/ ছবি: বার্তা২৪.কম

দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করা, শুদ্ধাচার ও উত্তমচর্চা বিকাশসহ দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কাজে পারস্পরিক সহযোগিতার জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও অক্সফ্যাম ইন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল তিনটায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখতের সভাপতিত্বে এই অনুষ্ঠানে দুদকের পক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক একেএম সোহেল এবং অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. দীপঙ্কর দত্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কাজে পারস্পরিক সহযোগিতার জন্য এই দুটি প্রতিষ্ঠানের মধ্যকার যৌথ অংশীদারিত্ব চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত বহাল থাকবে।

এই চুক্তিতে দুদক ও অক্সফ্যামের যৌথ সহযোগিতার আওতার মধ্যে রয়েছে- দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, শুদ্ধাচার এবং উত্তমচর্চার বিকাশে কার্যক্রম পরিচালনা, সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত নাগরিক সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা।