মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্যমন্ত্রী

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্যমন্ত্রী

মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্যমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বুধবার (১৫ জানুয়ারি) নয়াদিল্লিতে সাক্ষাৎ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রাইসিনা ডায়লগের যোগদান উপলক্ষে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে স্বাগত জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

দিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিন দিনের সফরে নয়াদিল্লিতে অবস্থানকালে ড. হাসান মাহমুদ মঙ্গলবার ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকরের সাথে বৈঠক করেছেন। দু'জন মন্ত্রী এআইআর প্রচার ভারতী এবং বাংলাদেশ বেতারের মধ্যে একটি কন্টেন্ট শেয়ারিং প্রোগ্রাম চালু করেন। তারা বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের ওপর একটি সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এটি পরিচালনা করছেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল।

নয়াদিল্লিতে থাকাকালীন তথ্যমন্ত্রী ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন সম্প্রপ্রচার ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার ড. হাছান মাহমুদ হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটি পরিদর্শন করেছেন সেখানকার সুবিধাগুলো পর্যবেক্ষণ করেন।