যমুনা ব্যাংকের সাবেক ডিএমডিসহ ২ জনের বিরুদ্ধে চার্জশিট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রায় ৭২ কোটি টাকা আত্মসাতের মামলায় যমুনা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সাবেক ম্যানেজার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল হাসান চৌধুরী ও সাঈদ ফুড লিমিটেড এবং সিদ্দিক ট্রেডার্সের এমডি আবু সাঈদ চৌধুরীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদনের বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দফতর।

বিজ্ঞাপন

উল্লেখ্য ২০১৭ সালের জুন মাসের ৩০ তারিখ যমুনা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সাবেক ম্যানেজার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল হাসান চৌধুরী ও সাঈদ ফুড লিমিটেড এবং সিদ্দিক ট্রেডার্সের এমডি আবু সাঈদ চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করে দুদক।