২০৩১ সালের মধ্যে তাইওয়ানকে পেছনে ফেলব: অর্থমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল, ছবি: বার্তা২৪.কম

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল, ছবি: বার্তা২৪.কম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিয়ে যাওয়া রূপরেখা অনুযায়ী আগামী ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ তাইওয়ানকে পেছনে ফেলবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে হাতিরঝিলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ নামে এক বর্ণিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য বিশেষ। সারা জাতি প্রস্তুতি নিচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের। এই একজন ব্যক্তিত্ব দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে আছেন অকাতরে।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে কীভাবে সাজাবে সেটা অনেক আগেই রূপরেখা দিয়ে গেছেন। আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পর সেই রূপরেখা দেখেছি এবং সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা আগামী ২০৩১ সালের মধ্যে তাইওয়ানকে পেছনে ফেলব এবং ২০৪১ সালের মধ্যে বিশ্বের টপ ২০ নম্বরে যাবে বাংলাদেশ।’

নাচে-গানে বঙ্গবন্ধুকে স্মরণ করা হচ্ছে

নাচে-গানে বঙ্গবন্ধুকে স্মরণ ও আতশবাজির মাধ্যমে এই অনুষ্ঠান উপভোগ করছেন হাজারও দর্শক।