২ ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ দম্পতির

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতার হওয়া প্রতারক দম্পতি, ছবি: সংগৃহীত

গ্রেফতার হওয়া প্রতারক দম্পতি, ছবি: সংগৃহীত

ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় ২১টি ভুয়া সঞ্চয়পত্র জমা দিয়ে ২টি বেসরকারি ব্যাংক থেকে ৮ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ করা এক দম্পতিকে গ্রেফতার করেছে সিআইডি।

শনিবার (১১ জানুয়ারি) সিআইডির সদর দপ্তরে এই তদন্ত সংস্থার ইকোনমিক ক্রাইম স্কোয়াডের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ফারুক হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত দম্পতি হলেন, এইচ এম এ বারিক ওরফে বাদল ওরফে বাদল হাওলাদার ওরফে মোস্তাক আহমেদ এবং তার স্ত্রী মরশিদা আফরীন।

সিআইডি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘২০০৪ সাল থেকে একটি প্রতারক চক্র ২১টি ভুয়া সঞ্চয়পত্র তৈরি করে এর বিপরীতে এবি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক থেকে ৮ কোটি ৬৫ লাখ টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাৎ করে। এই ঘটনার সঙ্গে এবি ব্যাংকের ধানমন্ডি শাখার তৎকালীন ম্যানেজার জড়িত ছিল।’

দম্পতি জালিয়াতি করে ঢাকায় একাধিক বাড়ি ও অবৈধ সম্পদ অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘দম্পতির ব্যাংক হিসেবে জালিয়াতি করে উপার্জিত দুই কোটি টাকার সন্ধান পেয়েছি।’

এছাড়াও তাদের নামে গুলশান ২-এ প্রায় ১০০ কোটি টাকা মূল্যে একটি নয়তলা বাড়ি, একাধিক ফ্ল্যাট, গাড়ি ও জমির তথ্য পেয়েছি।’

গত ৭ জানুয়ারি সিআইডির ইকোনমিক ক্রাইম স্কোয়াডের দল তাদের গ্রেফতার করেন। গ্রেফতার দম্পতিকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে।